জয়'এর প্রতিক্ষা

জয় বাংলা-
বাংলার জয়
এই জয়-
বাংলার।
এই বাংলা-
চির জয়'এর।
বাংলা-
হার মানেনি।
বাংলা-
হার মানবেনা।
শুধু প্রতিক্ষা-
এই প্রতিক্ষা-
সময়ের প্রতিক্ষা।
এই প্রতিক্ষা-
জয়'এর প্রতিক্ষা।
জয় বাংলা- বাংলার জয় ।।
হবে, হবে, হবে নিশ্চয়।।